মাস সেরার পুরস্কার রোনালদোর হাতে
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আল নাস্রে শুরুটা ‘মলিন’ হলেও দ্রুতই সেরা ছন্দে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফেব্রুয়ারিতে দারুণ খেলার স্বীকৃতিও পেয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি আরবের প্রো লিগের মাস সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন এই ফরোয়ার্ড।
গত বছরের শেষ দিন আল নাস্রে যোগ দেন রোনালদো। এরপর শুরুটা আশানুরূপ ছিল না সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলারের। প্রথম তিন ম্যাচে গোল করেছিলেন মাত্র একটি। তবে গত ৯ ফেব্রুয়ারি আল ওয়েহদাকে ৪-০ ব্যবধানে হারানোর ম্যাচে জ্বলে উঠেন রোনালদো। সবকটি গোলই করেন তিনি।
গত মাসে চার ম্যাচে দুটি হ্যাটট্রিক সহ ৮ গোল করেন পাঁচবারের ব্যালন দ'অর জয়ী এই ফুটবলার।
আল বাতিনের বিপক্ষে গত শুক্রবার আল নাস্রের ৩-১ গোলে জয়ের ম্যাচে অবশ্য জালের দেখা পাননি রোনালদো। ম্যাচ শুরুর আগে তার হাতে মাস সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।
ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে শনিবার রোনালদো লিখেছেন, এই খেতাব আরও জিততে চান তিনি।
‘সৌদি লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি অনেকগুলোর মধ্যে এটি প্রথম! এই দলের অংশ হতে পেরে গর্বিত।’
দিনবদলবিডি/এমআর