‘১০ সেকেন্ড পর বিস্ফোরণ হইলে মরে যাইতাম’

চট্টগ্রাম সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৩৭, রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২০ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

‘ইশ্বর তো আমাকে বাঁচাইছেন, নইলে মরে যাইতাম, মাত্র ১০ সেকেন্ড। ১০ সেকেন্ড পর হইলে (বিস্ফোরণ) মরে যাইতাম।’ কথাগুলো বলেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে যান্ত্রিক বিভাগের শ্রমিক রিপন মারাক।

নেত্রকোণার কলমাকান্দা এলাকার রিপন মারাক। স্ত্রী, কলেজপড়ুয়া ছেলে আর ছোট ভাইকে নিয়ে থাকেন সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায়।

গত পাঁচ বছর ধরে সীতাকুণ্ডের কদম রসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে যান্ত্রিক বিভাগে কাজ করছেন রিপন। শনিবার কাজে যাওয়ার কথা না থাকলেও জরুরি প্রয়োজনে গিয়েছিলেন কর্মস্থলে।

বিকেলে ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে অনেকের মতো আহত হন রিপন। বিস্ফোরণের সময় ধাতব কিছুর আঘাতে আহত হন তিনি।

তার দাবি, বিস্ফোরণ আর ১০ সেকেন্ড পর হলে প্রাণ হারানো ব্যক্তিদের তালিকায় থাকত তার নাম। এ জন্য স্রষ্টাকে ধন্যবাদ জানান গারো সম্প্রদায়ের এ ব্যক্তি।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ওই প্ল্যান্টে বিকট বিস্ফোরণের পর থেকেই শুরু হয় হতাহতদের নিয়ে দৌড়ঝাঁপ। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত এবং ২৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছে জেলা প্রশাসন। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়