সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটি আংশিক ধসে পড়ে ও আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দিনবদলবিডি/এমআর