বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:১০, রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২০ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারি পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী 'এম ভি হাইডং-৯ জাহাজ।

রোববার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করে।

মোংলা কর্তৃপক্ষের হারবার বিভাহের তথ্য অনুসারে,  উক্ত জাহাজে করে সেতুর ১৫৫৬ মেট্রিকটন স্টিল স্ট্রাকচার (মেশিনারি কাঠামো) আনা হয়েছে।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্টস্টিমশিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, গত দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে বাংলাদেশের উদ্যোশে জাহাজটি ছেড়ে আসে। তাদের কোম্পানির এটি নবম চালান।

এখন সেগুলো খালাসের কাজ চলছে বলে জানান তিনি। 

ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, দুদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে নৌ পথে এসব পণ্য সিরাজগঞ্জে নির্মানাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। 

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়