সংলাপ সংলাপ খেলা এবার খেলতে দেওয়া হবে না: শাহাদাত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:৫৭, রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২০ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

নির্বাচনের আগে  সংলাপ সংলাপ খেলা এবার  খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, এখন নির্বাচন ঘনিয়ে আসছে, তাই সংলাপ সংলাপ খেলা খেলতে চাচ্ছে। ২০১৮ সালের এবার আওয়ামী লীগকে সেই সংলাপ সংলাপ খেলা খেলতে দেওয়া হবে না। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে।

রোববার (৫ মার্চ) দুপুরে নগরীর জামালখান রোডের চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক অডিটোরিয়াম সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মিলিত পেশাজীবী পরিষদ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (অ্যাব) চট্টগ্রাম শাখার সভাপতি জানে আলম মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন— সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, শিক্ষক সমিতির সভাপতি এম এ সাফা চৌধুরী, ড্যাব নেতা ডা. মো. ঈসা চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, বিএনপি নেতা মন্জুর রহমান চৌধুরী, ইদ্রিস আলী, সাংবাদিক রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, নুরুল মোস্তফা কাজী, জীবন মুসা, এমএ হোসেন, এফএএফ রুমি, আকতার হোসেন, ব্যবসায়ী নেতা মাহবুব রানা, সালাউদ্দীন আলী, রোটারিয়ান জসীম উদ্দিন, তাঁতীদল নেতা মনিরুজ্জামান টিটু, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, এমএ জলিল, এন মো. রিমন প্রমুখ।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়