বন্যার স্রোতে ভেসে যাওয়া মা-ছেলের মরদেহ উদ্ধার

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:০৮, মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭ আষাঢ় ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্রোতে ভেসে যাওয়ার চার দিন পর মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।  

নিহতরা হলেন- উপজেলার মহালীখলা গ্রামের মৃত আজব আলীর সত্রী নজমুনেছা (৫০) ও তার ছেলে রহমান মিয়া (১৪)।

জানা গেছে, গত শুক্রবার জৈন্তাপুর উপজেলার ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামে মেয়ের বাড়ি থেকে ছেলে রহমানকে সঙ্গে করে নিজ বাড়ি মহাখলায় ফিরছিলেন নজমুনেছা।

এসময় সড়কের ওপর দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছিল। এক পর্যায়ে তারা দুজন বন্যার পানির স্রোতের ভেসে যান। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। আজ সকালে দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামে তাদের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ। তিনি বলেন, সকালে স্থানীয়রা দুটি লাশ একসঙ্গে ভেসে থাকার কথা জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়