অতিরিক্ত ‍যাত্রীর চাপে ভাঙল পঞ্চগড় এক্সপ্রেসের চাকার স্প্রিং

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪৬, শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ২৪ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভার‌লো‌ডের কার‌ণে ক্ষতিগ্রস্ত হ‌য়ে টাঙ্গাই‌লের বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল‌স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে…

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভার‌লো‌ডের কার‌ণে ক্ষতিগ্রস্ত হ‌য়ে টাঙ্গাই‌লের বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল‌স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রীরা। শুক্রবার সকাল ৫টা ৪৫ মি‌নি‌টে বঙ্গবন্ধু রেল‌স্টেশন এলাকায় ঘটনাটি ঘ‌টে।

বঙ্গবন্ধু রেল‌ স্টেশনমাস্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম ব‌লেন, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি ওভারলোডের কার‌ণে ক‌য়েক‌টি বগির চাকার স্প্রিং ভে‌ঙে যায়। ট্রেন‌টি সকাল ৫টা ৪৫ মি‌নি‌টে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশ‌নে আসে। ট্রেন‌টি সেতু পার হওয়ার উপ‌যোগী না হওয়ায় রেল‌ স্টেশ‌নের মেরামত কাজ শুরু হয়।

ট্রেনের পাঁচ‌টি ব‌গি ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। তিন‌টি ব‌গির মেরামত কাজ শেষ হ‌য়ে‌ছে। আ‌রও দুইটি ব‌গির মেরামত কাজ শেষে ট্রেন‌টি পঞ্চগ‌ড়ের জন্য ছে‌ড়ে যা‌বে বলে জানান তিনি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়