গুলিস্তানে বিস্ফোরণ: ঢামেকে স্বজনদের কান্না-আর্তনাদ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৩, মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ২২ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের নিয়ে আসা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে)। এখন পর্যন্ত ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।

এদিকে, হতাহতদের স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে গেছে ঢামেকের চারপাশ। চিকিৎসক-নার্স ও ঢামেক সংশ্লিষ্টরাও ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর থেকেই আহতরা একে একে হাসপাতালে আসতে শুরু করেন।

ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় স্যানেটারি দোকান ও বাকি ৪টি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

কামাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। শতাধিক মানুষ আহত হয়েছেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়