ইবাদত বন্দেগী আর সেজদায় পবিত্র শবেবরাত পালিত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:০৯, বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২৩ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্যদিয়ে পালিত হলো মহিমান্বিত রাত পবিত্র শবেবরাত। মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর মগ্ন ছিলেন ইবাদত বন্দেগিতে।

সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনহা থেকে পানাহ চাওয়ার রাত হিসেবে শবে বরাতের রয়েছে অতুলনীয় মর্যাদা। তাই এভাবে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী, জিকির-আসকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইবাদত বন্দেগি ও জিকির আসকারে পরম করুণাময় আল্লাহ তা’য়ালার দরবারে রাতভর প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে-বরাতের এই মহিমান্বিত রাতে প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন স্বজনরা। ফজিলতের এই রাতে দান খয়রাত করেছেন অনেকে।

রাতভর ইবাদত বন্দেগী আর দীর্ঘ সেজদার পর মুমিন মুসলমানরা মোনাজাতের জন্য দুহাত তুলে ধরেন মহান আল্লাহ পাকের দরবারে। পাপ মুক্তি আর পরম করুনাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দু’হাত তুলে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। মহান আল্লাহ রাব্বুল আল আমীনের অপার অনুগ্রহ কামনা করেন সবাই।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়