অবৈধ অভিবাসীদের সরিয়ে দেয়া হবে: ঋষি সুনাক
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধ ভাবে প্রবেশ করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নতুন আইনের জন্য লড়াই করতে তিনি প্রস্তুত। তিনি আত্মবিশ্বাসী যে কঠিন হওয়া সত্ত্বেও, প্রয়োজনীয় এবং ন্যায্য পদক্ষেপ নিয়ে যে কোনও আইনি লড়াইয়ে সরকার জয়ী হবে।
তবে যুক্তরাজ্যের বিরোধী দলের সংসদ সদস্যরা এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। এছাড়াও জাতিসংঘের শরণার্থী সংস্থা, ইউএনএইচসিআর বলেছে, প্রস্তাবিত আইনটি একটি নিষেধাজ্ঞা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অভিবাসন বিলের কঠোরতা নিয়ে বিতর্ক তৈরির বিষয়টি তিনি জানতেন। সরকার ক্রসিং প্রতিরোধের বিভিন্ন চেষ্টা করার পরও কার্যকর না হওয়ায় তিনি এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছেন।
ঋষি সুনাক বলেন, আগামী মঙ্গলবার থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে আগত প্রত্যেকের জন্য আইনটি প্রযোজ্য হবে এবং পরের এক সপ্তাহের মধ্যে অবৈধ অভিবাসীদের নির্বাসিত করা হবে।
গত বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৪৫,০০০ এরও বেশি লোক যুক্তরাজ্যে প্রবেশ করে। যা ২০১৮ সালে মাত্র ৩০০ ছিল।
দিনবদলবিডি/Enam