মেসির বাবার সঙ্গে বার্সেলোনা সভাপতির বৈঠক
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
মেসি পিএসজি থেকে বার্সেলোনায় ফিরছেন, এমন আলোচনা গণমাধ্যমে এসেছে। এবার আলোচনায় মেসির বাবার সঙ্গে কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তার বৈঠকের বিষয়টি। সম্প্রতি প্যারিসে দেখা করেছেন তারা। লাপোর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গ্রীষ্মের দলবদলে কাতালান ডেরায় বিশ্বজয়ী মহাতারকার ফেরার সম্ভাবনা থাকছে।
আর্জেন্টাইন কিংবদন্তির বাবা হোর্হে মেসির সঙ্গে একটি সম্ভাব্য ট্রিবিউট ম্যাচ ও আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন লাপোর্তা। আগামী দলবদলে মেসির বার্সেলোনায় ফেরা কিংবা না ফেরার বিষয়ে নিশ্চিত করে কিছুই জানাননি। তবে সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।
‘আমি হোর্হে মেসির সঙ্গে দেখা করেছি। মেসি এখন পিএসজিতে আছেন, তাই তিনি ফিরতে পারবেন কিনা, তা নিয়ে কথা বলতে চাই না। তবে সম্ভাবনা থাকছে।’
মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়টি স্মরণ করে লাপোর্তা বলেছেন, ‘তখন আমাকে একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল। সর্বোপরি এটা একটি ক্লাব। আমাদের তখন ভালো সময় ছিল না, আমি এখনও এটা নিয়ে দুঃখবোধ করি। আমাকে যেকোনো একটি বেছে নিতে হয়েছিল। আমি ক্লাবকে বেছে নিয়েছিলাম।’
দিনবদলবিডি/Enam