আন্তর্জাতিক নারী দিবস গুগল ডুডলে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫০, বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২৩ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আন্তর্জাতিক নারী দিবসকে উদযাপন করে আজকের ডুডলে ভিন্নতা এনেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

বিভিন্ন বিশেষ দিনকে সামনে রেখে তাদের ডুডলে পরিবর্তন নিয়ে হাজির হয় গুগল। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে ডুডলকে বেগুনি রঙে রাঙিয়েছে গুগল।

এবারের নারী দিবসে প্রতিটি গুগল অক্ষরের ভিগনেটগুলি নারীদের বিচরণের অনেক ক্ষেত্রের মধ্যে কয়েকটি ক্ষেত্রকে হাইলাইট করেছে যেখানে সারা বিশ্বের মহিলারা একে অপরকে সমৃদ্ধ করতে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে সমর্থন যোগায়।

গুগলের ছয়টি অক্ষরে আজ দেখা যাচ্ছে নারীর ছয় রকম অবস্থানের প্রতিচ্ছবি।

গুগলের জি অক্ষরটিতে স্থান পেয়েছে সমাজের প্রগতিশীল নারীর চিত্র যারা অধিকার নিয়ে কথা বলে এবং তাদের কথা সমাজের বিভিন্ন স্তরে প্রভাব ফেলে। দুটি ও এর একটিতে নারীর সাধারন জীবনের চিত্র এবং অপরটিতে বিভিন্ন বয়সী আধুনিক নারীর চিত্র দেখা যায়।

গুগলের দ্বিতীয় জি তে উঠে এসেছে নারীর মাতৃত্বের চিরচেনা রূপ। এল অক্ষরে আছে প্রতিবাদী নারীদের মুখ। সর্বশেষ ই অক্ষরটিতে সেবাদানকারী নারীর প্রতিচ্ছবি।

আর আজকের এই চমৎকার ডুডলটি নকশা করেছেন, ডুডল শিল্পী, অ্যালিসা উইনান্স৷

বিশ্বব্যাপী নারীদের সম্মানে যারা জীবনের সকল ক্ষেত্রে একে অপরকে সমর্থন করছেন তাদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা!

দিনবদলবিডি/Enam

সর্বশেষ

পাঠকপ্রিয়