কয়েক দিনের মধ্যে বাখমুত রাশিয়ার দখলে যেতে পারে: ন্যাটো

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৪১, বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনীয় শহর বাখমুত রাশিয়ার হাতে চলে যেতে পারে।

স্টলটেনবার্গ ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকের ফাঁকে স্টকহোমে সাংবাদিকদের এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘আগামী দিনে বাখমুতের পতন হওয়ার সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারি না।’

এর আগে, বাখমুত শহরের পূর্ব অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগনার গ্রুপ। ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তার যোদ্ধারা বাখমুত দখলের জন্য রাশিয়ান অভিযানের নেতৃত্ব দিচ্ছে। তারা এখন শহরের পূর্বাঞ্চল দখল করেছে। যদি দাবিটি সত্য হয় তবে এর অর্থ হবে রাশিয়ান বাহিনী গত কয়েক মাসের মধ্যে তাদের প্রথম বড় বিজয় নিশ্চিত করছে ইউক্রেনে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়