বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২৬, বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় মাসুদ রানা নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। নিহত মাসুদ উপজেলার সুদিন গ্রামের মৃত হাসেম আলী প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সিএনজিচালিত অটোরিকশাচালক মাসুদ প্রতিদিনের মতো বুধবার রাতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হন। এরপর আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি অজ্ঞাত বাস পেছন থেকে মাসুদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পথচারীরা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়