বরগুনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৩, বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন লেগেছে। তবে বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার বদিউজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। টের পেয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার বদিউজ্জামান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়