প্রশিক্ষকের পদ থেকে ক্যাপ্টেন সাজিদকে সরিয়ে দিল বিমান

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৩, বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২৪ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ক্ষমতার অপব্যবহার ও স্ত্রীকে সুবিধা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান প্রশিক্ষকের পদ থেকে ক্যাপ্টেন সাজিদ আহমেদকে সরিয়ে দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে বোয়িং ৭৭৭ এর লাইন পাইলট হিসেবে যুক্ত করেছে বিমান।

বৃহস্পতিবার বিমানের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটিতে স্বাক্ষর করেছেন বিমানের ব্যবস্থাপক-প্রশাসন এ জেড এম আরিফ।

আদেশে বলা হয়েছে, ক্যাপ্টেন সাজিদ আহমেদকে প্রশিক্ষণ বিভাগের প্রধানের পদ থেকে বদলি করা হয়েছে। তিনি এখন বোয়িং-৭৭৭-এর লাইন পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ক্যাপ্টেন সাজিদের বিরুদ্ধে বিমানে ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী সাদিয়া আহমেদসহ অন্যদের অযৌক্তিক সুবিধা, ককপিট ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার ও বৈষম্যসহ বেশ কয়েকটি অভিযোগ ছিল। অভিযোগ তদন্তে গত ৬ মার্চ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিমান। এরপর আজ হঠাৎই তাকে প্রশিক্ষণ প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হল।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়