৩ হাজার কেজি ইলিশ পেল এতিম-দুস্থরা

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:২২, শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ২৫ ফাল্গুন ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরে তিন হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এসব মাছ এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের উত্তর মতলব উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনটি ফাইটার বোটে তল্লাশি চালিয়ে ৩০০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা জাটকা স্থানীয় মাদরাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়