মেসিদের দায়িত্ব নিচ্ছেন জিদান!

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১২, শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ২৫ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

একঝাঁক তারকা ও পেট্রোডলারে গড়া দল নিয়ে একের পর এক ব্যর্থতা উপহার দিয়ে যাচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি। সর্বশেষ জার্মান ক্লাব বায়ান মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা। দলের এমন শোচনীয় অবস্থার জন্য সবার আগে আঙুল উঠেছে কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের দিকে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে পিএসজিতে গ্যালতিয়ের অধ্যায় হয়ে গেছে। ইতোমধ্যে তার বিকল্পও খুঁজে নিয়েছে ক্লাবটি।

ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, যদি বর্তমান কোচের বিদায় নিশ্চিত হয়, তাহলে পরবর্তী সময়ে জিদানের কথা ভাবা হচ্ছে। কেবল সমর্থকদের চাহিদার কারণে জিদানকে এগিয়ে রাখা হচ্ছে এমনটি নয়। জিদান চেয়েছিলেন ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে, কিন্তু সেই সুযোগ এখন না থাকায় পিএসজি শিবিরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর গ্যালতিয়ের বিদায় কাঙ্ক্ষিত হলেও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি নাসের আল খেলাইফির ক্লাব। তার পরিবর্তে জিদানকে আনার গুঞ্জন আগে থেকেই চলমান রয়েছে। কিন্তু দলের এমন নাজেহাল পরিস্থিতিতে সেই আলোচনাই আরও জোরালো করে তুলেছে মার্কা।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়