‘খালেদা ডাক্তার নাকি ফকিরের চিকিৎসা নেবেন, সিদ্ধান্ত তার’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:১২, শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ২৫ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপিপ্রধান কার কাছে চিকিৎসক নেবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য উনাদের (সরকার) এত দরদি হওয়ার দরকার নেই। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। নিঃস্বার্থ মুক্তি পাওয়ার পর তিনি বিদেশে চিকিৎসা করবেন নাকি দেশে চিকিৎসা করবেন, ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, নাকি ফকিরের কাছে চিকিৎসা নিবেন, সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। তারা যে ধরনের কথা বলছে, তাতে জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে।

ওই সময় দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে গয়েশ্বর বলেন, দীর্ঘদিন যাবত গণতন্ত্র অনুপস্থিত, যে গণতন্ত্রের চিন্তা, স্বপ্ন এবং চেতনা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ করেছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা এখনও স্বাধীনতা পাইনি। কর্তৃত্ববাদী এবং ক্ষমতার লোভীদের কারণে কখনোই সুষ্ঠু গণতন্ত্র আমরা পাই না।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়