আমেরিকান প্রমোদতরীতে ‘অজানা’ রোগ, আক্রান্ত ৩ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:১২, শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২৬ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে মেক্সিকোয় যাত্রা করে প্রমোদতরী রুবি প্রিন্সেস। যাত্রাপথে তিন শতাধিক আরোহী অসুস্থ হয়ে পড়েন।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে যাত্রা করেছিল প্রমোদতরী। জাহাজটিতে যাত্রী ছিলেন ২ হাজার ৮৮১ জন। তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ২৮৪ জন। জাহাজে ক্রু ছিলেন ১ হাজার ১৫৯ জন। তাদের মধ্যে অসুস্থ হন ৩৪ জন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি জানায়, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন তারা। তবে তাদের এ অসুস্থতার কারণ জানা যায়নি।

সিডিসি আরও জানায়, যাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকলে জাহাজটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা শুরু করেন ক্রুরা। জীবাণুর সংক্রমণ কি না, এ শঙ্কায় নেয়া হয় নানা পদক্ষেপ।

তবে রুবি প্রিন্সেসের একজন মুখপাত্র জানান, যাত্রীদের অসুস্থতা মারাত্মক আকার ধারণ করেনি। ধারণা করা হচ্ছে, তারা নরোভাইরাস নামের এক ধরনের জীবাণুতে আক্রান্ত হয়েছেন। বিগত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে নরোভাইরাসের সংক্রমণ বেড়েছে বলেও জানা গেছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়