ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৫৩, শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২৬ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

টি-টোয়েন্টি ক্রিকেটের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়ে তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। এ নিয়ে ইংলিশদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে টাইগাররা। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় হাতছানি দিচ্ছে সাকিব আল হাসানদের।

রবিবার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ ম্যাচে জয় পেলেই সিরিজ ২-০ তে নিজেদের করে নেবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে সাকিবরা। এই প্রথম সাক্ষাতের সিরিজটি স্মরণীয় করে রাখতে চাইবেন তারা। আর সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ।

এ পর্যন্ত তিন ম্যাচের তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ তে জিতেছিল টাইগাররা। ২০১৮ সালের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল।

২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েও কুড়ি ওভারের ক্রিকেটে দারুণ সাফল্য পায় টাইগাররা। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১-এ জিতে নেয় বাংলাদেশ। তবে তিন ম্যাচের তিনটি সিরিজই বিদেশের মাটিতে জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা।

এবার ঘরের মাঠে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় হাতছানি দিচ্ছে তাদের। অবশ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ তে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ।
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়