‘পাল্টাপাল্টি’ কর্মসূচি নিয়ে রাজপথে বিএনপি-আওয়ামী লীগ

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:০৯, শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২৬ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে ১০ দফা দাবি আদায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। যথারীতি ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের 'পাল্টা' কর্মসূচি নিয়ে রয়েছে রাজপথে।

গণমিছিল, পদযাত্রার পর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে আজ শনিবার সারা দেশে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। আর দলটির যুগপৎ আন্দোলন সঙ্গীরা ঢাকায় মানববন্ধন করবে। এ মানববন্ধন থেকে আগামী ১৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করবে তারা। তবে কী ধরনের কর্মসূচি দেয়া হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকাসহ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন করবে বিএনপিসহ যুগপৎ আন্দোলন সঙ্গীরা। বিদ্যুৎ, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ‘বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’ ও বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তি’সহ ১০ দফা দাবি আদায়ের উদ্দেশে এ মানববন্ধন করবে বিএনপিসহ অন্যান্য দলগুলো।

জানা গেছে, বিএনপির যুগপৎ আন্দোলন সঙ্গীদের মধ্যে গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের উল্টো দিকে ফার্স হোটেলের সামনে, ১২ দলীয় জোট বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে, গণফোরাম বেলা ১১টায় মতিঝিল অফিস সামনে নটরডেম কলেজ উল্টো দিকে থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য জোট বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি দুপুর ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন অফিস সামনে মানববন্ধন করবে।

অন্যদিকে বিএনপি ও মিত্রদের এ কর্মসূচির পাল্টা হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে বনানী পোস্ট অফিসের কাছে সুপারমার্কেটের পেছনের গলিতে। বেলা তিনটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। দুটি সমাবেশেই কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করবেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ঢাকায় দুটি শান্তি সমাবেশ করবে। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সমাবেশটি বেলা তিনটায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সমাবেশটি একই সময়ে যাত্রাবাড়ী চৌরাস্তার শেখ রাসেল পার্কের সামনে।

এ ছাড়া যুবলীগ সারা দেশে জেলা পর্যায়ে আজ শনিবার শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। তবে ময়মনিসংহ জেলা ও মহানগর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা এর বাইরে থাকবে। কারণ হিসেবে যুবলীগের নেতারা জানিয়েছেন, আজ ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ আছে। এ জন্য এই বিভাগের জেলাগুলোতে শান্তি সমাবেশ হবে না।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়