বিজিবির পিলখানায় হবে ১০০ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সাংস্কৃতিক উৎসব

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৬, শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২৬ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানী ও রাজধানীর বাইরের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক উৎসবের। এ উৎসবে অংশ নিতে করতে হবে নিবন্ধন। নিবন্ধন চলছে, চলবে ১১ মার্চ পর্যন্ত।

সাংস্কৃতিক উৎসব হবে ১৪, ১৫ ও ১৬ মার্চ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার)। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ উৎসব।

https://www.abdurroufcollege.ac.bd/ এই ওয়েবসাইটে আবেদন করা যাবে।

রাজধানীতে বিজিবির সদর দপ্তর পিলখানার ৮টি ভেন্যুতে হবে এ সাংস্কৃতিক উৎসব। আয়োজকেরা জানান, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ–বিষয়ক বাংলা অলিম্পিয়াডসহ গান, নাচ, অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্পবলার মতো ৭টি মেগা আইটেমের ৮৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়