সমুদ্রে এক হাজার অভিবাসন প্রত্যাশী বিপদে, বলছে ইতালি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৩, শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২৬ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সমুদ্রে বিভিন্ন নৌকায় ভাসতে থাকা এক হাজারের বেশি অভিবাসন প্রার্থী বিপদে রয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড। এক বিবৃতিতে দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, বিপদের মধ্যে রয়েছে হাজারের বেশি মানুষ। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।  

ইতালির দক্ষিণাঞ্চলীয় এলাকা কালাব্রিয়ার গভর্নর রবের্তো অচিউতো জানিয়েছেন,  ১৩০০ অভিবাসন প্রার্থী বিভিন্ন নৌকায় বিপদে আছে বলে চিহ্নিত করা গেছে।
এরমধ্যে একটি নৌকা থেকেই পাঁচশ’র মতো অভিবাসন প্রার্থীকে উদ্ধারের চেষ্টা করছে কোস্ট গার্ড সদস্যরা । এছাড়াও আরও কয়েকটি নৌকা থেকে ৮০০ অভিবাসন প্রার্থী ভাসছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, তাদের ড্রোন ও বিমান থেকে সংগ্রহ করা তথ্য বলছে ইতালিমুখী আর ২০টির বেশি নৌকা সাগরে ভাসছে। আবহাওয়া খারাপ হলে তাদের বিপদে পড়ার শঙ্কা রয়েছে।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়