চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবক আটক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৬, শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২৬ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রামের সাতকানিয়া ও রাঙ্গুনিয়া উপজেলায় দুটি পৃথক অভিযানে এলজি, একনলা বন্দুক ও কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি আবু তৈয়ব মো.আরিফ হোসেন জানান, শুক্রবার রাতে মো. কায়েকোবাদ মঞ্জু (৪২) নামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামীকে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল বাজার থেকে গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সরফভাটা ইউনিয়নের নারিশ্চাঘোনা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার অস্থায়ী রান্না ঘর থেকে একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, সিএনজি অটোরিকশায় করে আগ্নেয়াস্ত্র পরিবহন করছিলো এমন খবর পেয়ে শুক্রবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিলো। রাত ১১টার দিকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে যাত্রী জামাল হোসেন (২৫) দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে তল্লাশি করা হলে তার কাছে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। জামালের বিরুদ্ধে মামলা হয়েছে।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়