মিরপুরে রেস্টুরেন্ট থেকে জামায়াতর অর্ধশতাধিক নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:১৫, রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২৭ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর দারুস সালাম থানার মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মী সন্দেহে অর্ধশতাধিক মানুষকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মার্কেটটির ‘ফোর সি’ নামে একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, ‘যাকাত ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভার নামে সেখানে দুরভিসন্ধিমূলক কার্যক্রম চলছিল বলে আমাদের কাছে সংবাদ আসার পর তাদেরকে আটক করা হয়েছে।

মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জামিনুর রহমান খান সংবাদমাধ্যমকে বলেন, মিরপুর-১-এর ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে রাষ্ট্রবিরোধী দুরভিসন্ধিমূলক কার্যক্রম চলছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে তথ্য যাচাই-বাছাই চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়