ইইউ’র ৮ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:০২, রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২৭ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৭টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে রোববার সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা সোয়া ১১টার দিকে। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ। 

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা আগেই বলেছি, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাবো না। 

বৈঠকে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়