পুরুষের মমিকে নিজের বান্ধবী বলে দাবি তরুণের!

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৫৯, রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২৭ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

খাবারের ব্যাগে প্রায় ৮০০ বছরের পুরনো মমি। ঘটনাটি ঘিরে তোলপাড় পেরু। ২৬ বছরের জুলিও সিজার বারমেজো নামের এক যুবকের ব্যাগ থেকে সেই মমিটি উদ্ধার করে পুলিশ।  

সূত্রের খবর, পুমো নামে শহরে ঘটনাটি ঘটেছে। শহরের এক উদ্যানে বসে মদ্যপান করছিলেন যুবক। খাবার সরবরাহ করার একটি সংস্থার কর্মী তিনি। তার সঙ্গে খাবারের একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকেই মমিটি উদ্ধার করে পুলিশ। 

যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর তার মানসিক সুস্থতার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। কারণ ইতিমধ্যেই তদন্তকারীদের মমিটিকে 'বান্ধবী' বলে সম্বোধন করেছেন ওই যুবক। যুবকের আরও দাবি, মমিটি তার বাড়িতেই থাকে। তার পাশে ঘুমান তিনি। 

অন্যদিকে বিজ্ঞানীরা জানিয়েছেন, মমিটি একটি পুরুষের। বর্তমানে পেরুর সংস্কৃতি মন্ত্রকের কাছে সেটি হস্তান্তর করা হয়েছে। 

সূত্র- বিবিসি।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়