সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, বাবাকে হত্যা ছেলের

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৩৫, সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ২৮ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ভারতে উত্তরপ্রদেশের গোরাক্ষপুরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। রোববার (১২ মার্চ) সেখানের পুলিশ এ তথ্য জানিয়েছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ছেলের বয়স ৩০ বছর ও তার বাবার বয়স ৬০। হত্যার পর লাশ কয়েকটুকরা করে স্যুটকেসে ঢুকিয়ে গোপন করে সে।

গত শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোরাক্ষপুরে তিওয়ারিপুর থানার সীমানার অন্তর্গত সুরজ কুন্ড কলোনিতে।

ভুক্তভোগীর অন্য ছেলের অভিযোগেরভিত্তিতে এ ঘটনায় মামার দায়ের করে পুলিশ।

সিটি পুলিশের কর্মকর্তা কৃষ্ণ কুমার বিশ্বনি বলেন, এরই মধ্যে সান্তোস কমার গুপ্তা নামের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্ট হওয়ায় বাবাকে হত্যা করেছে ছেলে।

এই কর্মকর্তা বলেন, বাড়িতে একা পেয়ে বাবার ওপর হাতুড়ি দিয়ে হামলা করে ওই ছেলে। এতে তার মৃত্যু হলে কয়েকটুকরা করে লাশ স্যুটকেসে ভরে বাড়ির পিছনের একটি জায়গায় লুকিয়ে রাখে সে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়