বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক ইউক্রেন: থিংক ট্যাংকের গবেষণা

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৩৬, সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ২৮ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাশিয়ার সঙ্গে উত্তেজনার জেরে ইউরোপের দেশগুলো ব্যাপক পরিমাণে অস্ত্র আমদানি বৃদ্ধি করেছে। প্রসিদ্ধ একটি থিংকট্যাঙ্ক জানিয়েছে, গত বছর ইউক্রেনে মস্কোর অভিযানের পর  ইউক্রেন তৃতীয় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।

সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) নতুন এক প্রতিবেদনে বলেছে, ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে ইউরোপীয়ান দেশগুলো প্রধান অস্ত্র আমদানি ৪৭ শতাংশ বৃদ্ধি করেছে। অন্যদিকে ইউরোপে ন্যাটো জোট সদস্যভুক্ত দেশগুলো  এর থেকে বেশি পরিমাণে অস্ত্র আমদানি করেছে। একই সময়ে (২০১৮ সাল থেকে ২০২২ সাল) তারা প্রধান প্রধান অস্ত্র আমদানি বৃদ্ধি করেছে  ৬৫ শতাংশ। এর বিপরীতে বৈশ্বিকপর্যায়ে অস্ত্র স্থানান্তর ৫ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে। 

থিংক ট্যাংক এসআইপিআরআইয়ের জ্যেষ্ঠ  গবেষক পিটার  ডি ওজেম্যান বলেন, বৈশ্বিক পরিসরে অস্ত্র আমদানি হ্রাস পেলেও ইউরোপে এটা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয়ান দেশগুলো দ্রুত গতিতে অধিক অস্ত্র আমদানি করতে চায়। ইউরোপের ন্যাটো জোটভুক্ত দেশে সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

 

সূত্র: আল জাজিরা

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়