মারা গেলেন জাপানের নোবেলজয়ী সাহিত্যিক কেনজাবুরো ওয়ে

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৩, সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ২৮ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

জাপানের কিংবদন্তিতুল্য লেখক ও সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী কেনজাবুরো ওয়ে ৮৮ বছর বয়সে মারা গেছেন।

গত ৩ মার্চ বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান বলে জানিয়েছে তার বইয়ের প্রকাশনী সংস্থা কোডানশা। -খবর বিবিসির।

সামরিকবাদ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ থেকে শুরু করে নিষ্কলুষতা ও ট্রমা ইত্যাদি বিস্তৃত বিষয় নিয়ে লিখেছেন কেনজাবুরো ওয়ে। ফিকশন আর প্রবন্ধ দুই ঘরানায় ছিলেন সিদ্ধহস্ত। তার লেখায় ছিল ফরাসি ও মার্কিন সাহিত্যের শক্তিশালী প্রভাব।

১৯৯৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। বিচারকেরা তার উপন্যাসগুলোকে 'রহস্যময়ভাবে কাব্যিক' হিসেবে প্রশংসা করেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়