মিয়ানমারে বৌদ্ধ বিহারে জান্তা সেনার হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:১২, মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২৯ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

মিয়ানমারে একটি বৌদ্ধ বিহারে জান্তা বাহিনীর বিমান হামলায় ২৮ জন নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে সেনাবাহিনীর হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দুই বছর আগে এক অভ্যুত্থানে জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সেনাবাহিনী ও সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। 

মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে সেনাবাহিনীর হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

প্রাণহানিও নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শনিবার বিকেলে হামলা চালানোর পর সেনাবাহিনীর বিমান বাহিনী গ্রামে প্রবেশ করে বলে জানা গেছে। হামলার পরের একটি ভিডিওতে বৌদ্ধ ভিক্ষুদের পরা কমলা রঙের পোশাক পরা তিনজনসহ অন্তত ২১টি লাশ দেখা গেছে। 

এছাড়া আরও সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ভিডিও ফুটেজ থেকে মৃতদেহগুলোতে একাধিক গুলির ক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদপত্র দ্য কান্তারওয়াদ্দি টাইমস, কেএনডিএফ এর একজন মুখপাত্রকে বলেছেন, 'তাদের মঠের সামনে সারিবদ্ধ করা হয়েছে এবং নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।'

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়