পাপুয়া নিউগিনিতে আবারও শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৭, মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২৯ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ভূমিকম্পের আঘাত যেন থামছেই না। প্রাকৃতিক দুর্যোগটির একের পর এক থাবায় কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। এবার ফের পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের  (ইএমএসসি) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক দুই। এর গভীরতা ছিল ২০০ কিলোমিটার। প্রাকৃতিক দুর্যোগটির উৎপত্তিস্থল ছিল মোরেসবে বন্দরের ৪৪৮ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ভোরে দেশটির নিউ ব্রিটেন এলাকায় রিখটার স্কেলে ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের কিম্বে শহরও এ কম্পন অনুভূত হয়। তবে, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়