প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৯, মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২৯ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলাদের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখালেন সাকিব আল হাসান। বিশ্বের ১১তম ও বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই কীর্তি তার।

সাকিবের আগে এই কীর্তি আছে কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, শোয়েব মালিক, ক্রিস গেইল, রবি বোপারা, সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, ডেভিড মিলার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও রোহিত শর্মার।

এদিকে ৬২৩ ম্যাচ নিয়ে সবার উপরে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। ৫০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন ডোয়াইন ব্রাভো ও শোয়েব মালিক।

সাকিবের টি-টোয়েন্টি অভিষেক ২০০৬ সালে জিম্বাবুয়ের হয়ে। আজকের আগে ৩৯৯ ম্যাচে তার নামের পাশে ৬৭১১ রান ও ৪৪৫ উইকেট। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক টি-টোয়েন্টি খেলছেন বিশ্ব ঘুরে ঘুরে। আইপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশ সহ প্রায় সব টি-টোয়েন্টি লিগেই খেলার অভিজ্ঞতা আছে টাইগার অলরাউন্ডারের। আইপিএলে লম্বা সময় কাটিয়েছেন কোলকাতা নাইট রাইডার্সের হয়ে, খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদেও।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়