এই লজ্জা মানতে পারছেন না বাটলার

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩০, মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২৯ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আগেই সিরিজ নিশ্চিত হয়েছিল বাংলাদেশের, অপেক্ষাটা ছিল হোয়াইটওয়াশের। সেখানেও বাজিমাত সাকিবের দলের। প্রথমবারের মতো ঘরের মাঠে ইংল্যান্ডের মতো দলকে দিল বাংলাওয়াশের লজ্জা। আর এমন হার মেনে নিতে পারছেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাটলার বলেন, ‘সত্যি কথা বলতে গেলে এটা হতাশাজনক। বাংলাদেশ যেভাবে খেলেছে, জয় তাদেরই প্রাপ্য। আমরা মাঠে অনেকগুলো সুযোগ হাতছাড়া করেছি, যেগুলো মোটেই মেনে নেওয়া যায় না। আর এই সুযোগগুলো ভালোভাবেই লুফে নিয়েছে বাংলাদেশ।’

নিজের আউট প্রসঙ্গে বাটলার বলেন, ‘আমি ভাবিনি যে, ম্যাচের এমন পর্যায়ে রানআউট হবো। তবে আমার ড্রাইভ দেওয়া উচিত ছিল। আমার আরও বেশি চেষ্টা করা উচিত ছিল। আমার ওই আউটই ম্যাচ হারের অন্যতম কারণ। তবে, দুই বলে দুই উইকেট হারানোর কারণে আমরা জেতা ম্যাচ হেরেছি।’

টি-টোয়েন্টিতে ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। তিন ম্যাচের সিরিজের আগে এই দলের বিরুদ্ধে জয়েরই রেকর্ড ছিল না বাংলাদেশের। সিরিজ কিংবা হোয়াইটওয়াশ ছিল দূর আকাশের তারা। সেটিই আজ বাস্তব। টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হলো ইংলিশরা।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়