রোজার আগে বাজার নজরদারি বৃদ্ধির নির্দেশ পুলিশকে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৫, মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২৯ ফাল্গুন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রমজানের আগে বাজার নজরদারি জোরদার করে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিত্যপণ্যের ব্যবসায় যাতে কোনো প্রকার মজুতদারি, অনিয়ম নাহয়– তা নিশ্চিত করতে পুলিশকে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে কর্মকর্তাদের প্রতি এই নির্দেশনা দেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম।  

তিনি ঈদে মানুষের বাড়ি ফেরার যাত্রার ভোগান্তি কমাতেও যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইনশৃঙ্খলা রক্ষাকারীদের। এজন্য মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা অপসারণসহ ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।  

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মহানগর পুলিশের সব কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা সুপারিনটেনডেন্টগণ। এসময় ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলি খানসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা পুলিশ সদর দফতরে উপস্থিত ছিলেন। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়