ইউক্রেনে গণহত্যার সন্ধান পাওয়া যায়নি: জাতিসংঘ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০১, শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৩ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

 

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর দেশটিতে ‘গণহত্যা’ সংঘটিত হওয়ার কোনো তথ্য খুঁজে পায়নি জাতিসংঘের তদন্তকারী দল। বৃহস্পতিবার ওই দলের প্রধান এ কথা জানিয়েছেন। খবর ইউরোনিউজের।

তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, ইউক্রেনে গণহত্যার কোনো ঘটনা খুঁজে পাওয়া যায়নি।

তবে তিনি বলেন, সেখানে আমরা লক্ষ্য করেছি যে, দেশটিতে এ সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে; কিন্তু আমরা এখনো এখানে এমন ঘটনার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।

ইউক্রেনের প্রায় ৫ শতাধিক লোকের সঙ্গে আলাপ করে এবং বিভিন্ন স্যাটেলাইট ছবি ও কবরস্থান পরিদর্শন করে এ তদন্ত প্রতিবেদন গঠন করেছে জাতিসংঘ। এতে বলা হয়, ইউক্রেনে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে।

এই তদন্তকারী দল আরও জানায়, ইউক্রেনে ব্যাপক পরিমাণে যুদ্ধাপরাধ হয়েছে। অনেক ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। তবে ‘গণহত্যা’ হয়নি।

প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এক বছরের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে। ইতোমধ্যে কয়েকবার ইউক্রেনের বিভিন্ন শহরে গণকবরের সন্ধান মিলেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের কারণে ইউক্রেনের অনেক মানুষ নিহত হয়েছেন। তবে এবার এসব হত্যাকাণ্ড জাতিসংঘের চোখে ‘গণহত্যা নয়’ বলেই গণ্য হলো।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়