৭ হাজারি ক্লাবে সাকিব

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫০, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

সাকিব আল হাসানের সমার্থকই বলা চলে রেকর্ডকে। নিয়মিতই ভাঙা-গড়ার খেলায় মাতেন তিনি।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও নতুন এক মাইলফলক ছুঁয়েছেন এই অলরাউন্ডার। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে ঢুকেছেন তিনি।

২০৪ ইনিংসে তামিম ছুঁয়েছিলেন এই মাইলফলক, সাকিবের লেগেছে ২১৬ ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করলেই মাইলফলক ছোঁয়ার সুযোগ ছিল সাকিবের। সেটি তিনি করতে পেরেছেন স্বাচ্ছন্দ্যে। নিজের মুখোমুখি হওয়া ৩৩তম বলে সিঙ্গেল নিয়ে সাত হাজার পূর্ণ করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান। সাকিব ৩৫ ও তাওহীদ হৃদয় ২১ রানে ব্যাট করছেন।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল সাকিবের। ক্যারিয়ারের ১৭তম বছরে এসে সাত হাজার রান করলেন তিনি। এসময়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫২টি হাফ সেঞ্চুরি ও ৯টি সেঞ্চুরি করেছেন সাকিব।  

তাদের বাইরে বাংলাদেশিদের মধ্যে সাত হাজার রানের কাছাকাছি আছেন মুশফিকুর রহিম। ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪৩ হাফ সেঞ্চুরিতে তার রান ৬৯০১।  
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়