চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুর সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৮, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান ফাহিম (৭) এবং ফাহিমা আক্তার নামের ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।

মারা যাওয়ারা পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়ির মৃত মো. শাহজাহান ভূঁইয়ার সন্তান।  

স্থানীয় বাসিন্দারা জানান, ফাহিম ঘরের পাশে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এ সময় ফাহিমকে বাঁচাতে এগিয়ে যান তার বড় বোন ফাহিমা। সেও বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন দুইজনকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান দুইজনকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়