রোজায় বাজার মনিটরিং করবে সরকারের ১৩ সংস্থা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:০৭, রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে মাঠে থাকবে সরকারের ১৩ সংস্থা।  এর অংশ হিসেবে রবিবার (১৯ মার্চ) সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্কফোর্সের সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সভায় সভাপতিত্ব করবেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বাণিজ্যমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, অর্থ, কৃষি, খাদ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাংলাদেশ আনসারসহ দেশের চারটি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, এবছর চাহিদা অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে প্রশাসন। রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারের একাধিক মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা বাজারে সার্বক্ষণিক নজরদারি করে। রোজার সময় বাজার অশান্ত করতে নিত্যপণ্যের সরবরাহে বাধা সৃষ্টি, কৃত্রিম সংকট সৃষ্টি, অনৈতিক মুনাফা অর্জনসহ ভেজাল বিক্রিসহ নানা ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানাসহ বিভিন্ন উপায়ে সাজা দেওয়ারও ব্যবস্থা থাকবে।

জানা গেছে, দাম বাড়াতে তৎপর অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে পুরো রমজান মাস জুড়ে বাজার তদারকি করবে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮টি মনিটরিং টিম বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করবে। কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও অবৈধ মজুদের বিরুদ্ধে চারটি গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার নজরদারিতে ঢাকা সিটি করপোরেশন, আনসার, নিরাপদ খাদ্য অধিদফতর এবং জেলা ও উপজেলা প্রশাসনের একাধিক টিম বাজার মনিটরিংয়ে কাজ করবে। বাজারে মনিটরিংয়ে থাকবে পুলিশ, বিজিবি ও র‌্যাবের বিশেষ টিম।

ইতোমধ্যেই আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতিতে নজর রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, বাজার মনিটরিংয়ে সীমাবদ্ধতা রয়েছে। তবে রমজানে যাতে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়,  সে ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে সরকার। প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবহারও করা হবে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বাজার পরিস্থিতি নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ট্রেডিং করপোরেশনের (টিসিবি) অধীনে সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে ওএমসের পণ্য কার্ডের মাধ্যমে বিক্রিরও নির্দেশ দেন তিনি। ওএমএসে কোনও ধরনের অব্যবস্থাপনা থাকলে তা দূরীকরণে কাজ করতে হবে বলেও প্রধানমন্ত্রীর নির্দেশে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব আহমেদ। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়