সাকিব এখন গ্র্যাজুয়েট

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:০২, রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের খেলায় তিনি অপ্রতিরোধ্য। ২২ গজের ক্রিকেটে ব্যাট ও বল হাতে সেরা পারফর্ম করে প্রতিপক্ষকে ঘায়েল করেন তিনি। এবার মাঠের বাইরে ভিন্ন এক কীর্তি গড়লেন সাকিব।

রোববার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েট খেতাব অর্জন করেছেন সময়ের সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান। বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার।

একাডেমিক ক্যারিয়ারে নিজের এমন গৌরবের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সাকিব নিজেই। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য আনন্দিত তিনি। বিষয়টি নিয়ে এ ক্রিকেটার বলেন, আজকে আমি খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এই স্বপ্ন পূরণ হলো।

তিনি বলেন, খেলার মাঠে হয়তো আমার কিছু অর্জন আছে তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল। নাদিয়া আপুকে ধন্যবাদ জানাব আলাদা করে। কারণ তার কারণে আমি এটা কমপ্লিট করতে পেরেছি। ধন্যবাদ নাদিয়া আপুকে।

এদিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।  এ সময় তিনি সাকিবকে মেডেল পরিয়ে দেন। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়