এবার ভূমিকম্পে কেঁপে উঠল কোস্টারিকা

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৮, মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ভূমিকম্পের আঘাত যেন থামছেই না। প্রাকৃতিক দুর্যোগটির একের পর এক থাবায় কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। এবার দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকায় ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) ভোরে কোস্টারিকার পশ্চিম উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের  (ইএমএসসি) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইএমএসসি জানিয়েছে, কোস্টারিকার রাজধানী স্যান জোসের ৪০ কিলোমিটারে দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়