দুবাইয়ে আটক আরাভ খান
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানকে আটক করেছে দুবাই পুলিশ।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, এনসিবি দুবাইয়ের থেকে আনুষ্ঠানিক ইমেইল পাওয়ার আগে আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছি না। দুবাইয়ে তাকে আটকের বিষয়ে আমাদের শুধু মৌখিকভাবে জানানো হয়েছে, দুবাই পুলিশ আরাভ খানকে জিজ্ঞাসাবাদ করছে।
তিনি আরো জানান, গোয়েন্দা বিভাগ ও পুলিশ সদর দপ্তরের একটি টিম অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য জানতে চেয়েছে।
দিনবদলবিডি/এমআর