যুক্তরাজ্যকে পুতিনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৩, বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

এ মাসের শুরুতে ইউক্রেনকে বিষাক্ত ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আর এই খবরেই ক্ষেপেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনকে ইউরেনিয়ামসমৃদ্ধ এ ধরনের কোনো অস্ত্র সরবরাহ করলে মস্কো প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে বলে যুক্তরাজ্যকে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।

বুধবার (২১ মার্চ) ক্রেমলিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর পুতিন সাংবাদিকদের সামনে এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুতিন বলেন, যুক্তরাজ্য ইউক্রেনে শুধু ট্যাংক সরবরাহের পাশাপাশি 'ডিপ্লেটেড' ইউরেনিয়ামের শেলও দেয়ার ঘোষণা দিয়েছে। যদি এটি ঘটে তবে রাশিয়া বসে থাকবে না। অবস্থা অনুযায়ী রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

তিনি বলেন, পশ্চিমারা ইতিমধ্যেই সম্মিলিতভাবে পারমাণবিক উপাদানসহ অস্ত্র ব্যবহার শুরু করেছে। তবে এই মন্তব্যের বিস্তারিত ব্যখ্যা পুতিন দেননি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়