‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না, মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:২৮, বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। আজকে আমেরিকান রাষ্ট্রদূতকেও বলে এসেছি বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না; এটা সম্ভব না। সরকার এখানে আর ফেরত যাবে না।

তাই বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়কের ভূত নামাতে হবে। ওই ভূত না নামলে জনগণ বিএনপিকে গ্রহণ করবে না।

২২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

আরো পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজে ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন করার শক্তি নেই। জনগণ তাদের সঙ্গে নেই। তাদের নেতাকর্মীরা সমাবেশের সাত দিন আগে বালিশ-কাথা, কম্বল, মশার কয়েল নিয়ে এসেছিল। তারা বুঝে গেছে আর কাজ হবে না; এখন তারাও হারিয়ে গেছে। সেই লম্ফ-জম্ফ এখন কই? সব থেমে গেছে, থেমে যাবে। আন্দোলনের ব্যর্থতার জন্য ফখরুলের পদত্যাগ করা উচিত।’

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। সামনেও যায় না পেছনেও যায় না। ডানেও যায় না, বামেও যায় না। বাংলাদেশের মানুষ কোনোদিন অর্থপাচারকারী, খুনি, দণ্ডিত আসামি তারেক রহমানকে মেনে নেবে না। তাদের দলকে মেনে নেবে না।’

তাই বিএনপি নেতাদের বড় বড় কথা ছাড়তে অনুরোধ করেন ওবায়দুল কাদের। পাশাপাশি ছাত্রলীগ নেতা কর্মীদের অনুরোধ করে বলেন, ‘তোমরা শেখ হাসিনার ভালো কাজগুলোকে একটি খারাপ কাজ দিয়ে কলঙ্কিত করো না, এটা অনুরোধ তোমাদের কাছে।’

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়