সিলেটে ঈদের জামাত কখন কোথায়

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৫২, শনিবার, ৯ জুলাই, ২০২২, ২৫ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামীকাল। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু…

মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামীকাল। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। এক নজরে দেখে নিন সিলেটে ঈদের জামাত কখন কোথায়-

শাহী ঈদগাহ ময়দান: ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হোরায়রা।

দরগাহে হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ: দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

সিলেট সরকারি আলিয়া মাঠ: আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সেখানে মহিলাদের জন্য থাকবে নামাজের বিশেষ ব্যবস্থা।

কালেক্টরেট জামে মসজিদ: সিলেট নগরীর বন্দর বাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।

কুদরত উল্লাহ জামে মসজিদ: প্রতিবছরের ন্যায় এবারো নগরীর বন্দর বাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, এতে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিফতাহ উদ্দিন এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।

কালিঘাট নবাবী জামে মসজিদ: কালিঘাট নবাবী জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়