রাজা চার্লস তৃতীয়ের ফ্রান্স সফর গ্রীষ্মের শুরুতে: মাখোঁ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৬, শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের স্থগিত হওয়া রাষ্ট্রীয় সফর নতুন করে গ্রীষ্মের শুরুতে হতে পারে।

রাজা হিসেবে চার্লসের আগামী সপ্তাহে ফ্রান্সে সফরের কথা ছিল। তবে মাখোঁর পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভের কারণে সফরটি স্থগিত করা হয়েছে। খবর এএফপি’র।

মাখোঁ বলেন, ‘আমরা আমাদের নিজ নিজ এজেন্ডার উপর নির্ভর করে গ্রীষ্মের শুরুতে একটি নতুন রাষ্ট্রীয় সফরের সময়সূচীর পরামর্শ দিয়েছি।’

ব্রাসেলসে এক ইইউ শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় মাখোঁ বলেন, বিক্ষোভের মাঝখানে সফর প্রস্তাব ‘সাধারণ জ্ঞান ও বন্ধুত্বের’ প্রতিফলন ঘটাবে না।

দিনবদলবিডি/Robiul

সর্বশেষ

পাঠকপ্রিয়