বেলারুশে পরমাণু অস্ত্র স্থাপনের ঘোষণা পুতিনের, যা বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:২২, রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র স্থাপনের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে মস্কো নিজেদের অস্ত্রের নিয়ন্ত্রণ মিনস্কের কাছে হস্তান্তর করবে না বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি জানায়, ১৯৯০ এর দশকের মাঝামাঝির পর এই প্রথম রাশিয়া অন্য কোনো দেশে নিজেদের পরমাণু অস্ত্র স্থাপন করতে যাচ্ছে।

পুতিনের এভাবে কৌশলগত পরমাণু অস্ত্র স্থাপন বাকি বিশ্ব, বিশেষ করে পশ্চিমাদের জন্য অবশ্যই একটি বার্তা। তবে কী ইউক্রেইন যুদ্ধ পরমাণু যুদ্ধের রূপ নিতে চলেছে?

যদিও পুতিন রাশিয়ার রাষ্ট্রায়াত্ত সংবাদ মাধ্যমে শনিবার বলেছেন, তার এই পদক্ষেপ পরমাণু অপ্রসারণ চুক্তি লঙ্ঘন করবে না।

পুতিনের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া পরমাণু অস্ত্রের ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, এমনটা তারা বিশ্বাস করে না।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা আমাদের নিজস্ব কৌশলগত পারমাণবিক অবস্থানের মধ্যে সামঞ্জস্য আনার কোন কারণ দেখিনি। সূত্র: বিবিসি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়