বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ১০:০৪, শনিবার, ৯ জুলাই, ২০২২, ২৫ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবারও বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন…

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবারও বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় দরবার হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনের দরবার হলে ঈদের জামাতে অংশগ্রহণের পর সারা দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন রাষ্ট্রপতি।

স্বাভাবিক সময়ে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। করোনা সংক্রমণের কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২০ পরবর্তীসময়ে পাঁচটি ঈদের নামাজ দরবার হলে আদায় করেছেন। এর ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার নামাজও বঙ্গভবনের দরবার হলে আদায় করবেন তিনি।

অন্যদিকে, ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৯ জুলাই) এক বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। নিম্ন আয়ের মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং ঈদ-উৎসবে শামিল হতে পারে, সে লক্ষ্যে তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়