বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা: ওবায়দুল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৪০, রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

একাত্তরের ২৫ মার্চ গণহত্যা নিয়ে বিএনপির বক্তব্যে পাকিস্তানের ভাষ্যের প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রোববার ভোরে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে শনিবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগের ভুলে ২৫ মার্চে গণহত্যা হয়েছিল।

এ নিয়ে প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘পাকিস্তান যা বলে, তারা (বিএনপি) তাই বলে। কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত, তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। তারা এমনটাই বলবে, এটাই হওয়া সমীচীন।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এমন নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে। তাই এই অপশক্তিকে পরাস্ত করতে হবে।’

ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়া এখন অন্যতম অঙ্গীকার।’
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়